ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘ঘ’ ইউনিট | ২০১৯-২০২০ সালের প্রশ্ন থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিটের ২০১৯-২০২০ সালের সমাধানসহ প্রশ্ন।

বাংলা 

1. 'মানানসই' শব্দের 'সেই' কোন ধরনের প্রত্যয়?
A. বাংলা কৃৎ প্রত্যয় C. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
B. বাংলা তদ্ধিত প্রত্যয় D. বিদেশি প্রত্যয়

2. কোন শব্দে 'এ' ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে?
A. তেলাপোকা C. হেথা
B. দেহ D. শেষ

3. 'Dilemma' শব্দের বাংলা পরিভাষা-
A. ঢিলেমি B. মতান্তর 
C. উভয় সংকট D. তর্ক-বিতর্ক

4. বয়স হলে এরা আর কিচ্ছু না হোক-
A. অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়
B. এরা ছুটতে শেখে 
C. শক্ত করে শিরেটা দিতে শেখে 
D. দেহটা গেলেই হয়, এমন ভাবনা ভাবে

5. One swallow does not make a summer-এর অর্থ কি?
A. এক হাতে তালি বাজে না 
B. এক মাঘে শীত যায় না 
C. ভাগ্যের মা গঙ্গা পায় না 
D. বিপদ কখনও একা আসে না

6. ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রূপ করার সময় পণ্ডিতমথায় কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিলেন? 
A. বকুল ও ডুমুর C. পারুল ও লটকন 
B. পলাশ ও আমড়া D. শিমুল ও মাকাল

7. 'ডেঙ্গু' শব্দের উৎস ভাষা- 
A. ইংরেজি C. তামিল 
 B. গুজরাটি D. স্প্যানিশ

৪. 'পাখাল' শব্দের অর্থ- 
A. পাখির খামারি C. পাখ-পাখালি 
B. পান্তা D. পাটের আঁশ

9. কোন বানানটি শুদ্ধ? 
A. দুষ্কৃতকারী  B. দুরাবস্থা
C. দৌড় D. দুরারোগ্য 

10. 'হরিৎ' শব্দের অর্থ কি? 
A. হলুদ B. বেগুনি C. ধূসর D. সবুজ 

11. 'আলাভোলা' বাগধারাটির অর্থ- 
A. অসহায়  C. অকর্মণ্য 
B. সাদাসিধে D. অলস 

12. কোন বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ নয়? 
A. শৈথিল্য-শিথিল C. হৃদয়-হার্দিক 
B. সরলতা-সারল্য D. প্রতীচী-প্রতীচ্য 

13. 'প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা'-এক কথায় হবে- 
A. বরাভয় C. রোদসী B. লবেজান D. বীরবৌলি

14. 'কুল কাঠের আগুন' এর অর্থ-
A. তীব্র যন্ত্রণা B. দীর্ঘস্থায়ী জ্বালা 
C. ধ্বংসাত্মক কাণ্ড D. অসম্ভব কাণ্ড

15. বেগতিক শব্দে ব্যবহৃত 'বে' কোন ধরনের উপসর্গ?
A. বাংলা B. সংস্কৃত C. আরবি D. ফারসি

16. 'জল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
A. ওদন B. উদক
C. তুণ্ডুল D. বারদি

Answer: 1.D 2.A 3.C 4.C 5.B 6.D 7.D 8.B 9.D 10.D 11.B 12.B 13.B 14.A 15.D 16.B

ইংরেজি

Select the correct word to complete the sentences (questions 1-5).

1. The dress was designed by ----- famous Italian artist.
A. a B. the
C. an D. one

2. It is the ----- city of the country.
A. most populous B. more populous
C. most people D. most population

3. Who says that you can go ----- the world in eighty days?
A. over B. around
C. across D. beyond

4. ----- to Barishal by bus yesterday?
A. Did Jashim went B. Had Jashim go
C. Was Jashim go D. Did Jashim go

5. Warning! No unauthorized personnel ----- this point.
A. about B. beyond
C. here D. then

Read the following passage and answer the questions 6-10.
Money is not only coins and banknotes, It is anything that people are willing to use in order torepresent the value of other things for the purpose of exchanging goods and services. Money enables people to compare quickly and easily the value of different commodities (such as fish and shoes), to exchange one thing for another, and to store wealth conveniently. There have been many types of money. The most familiar is the coin, which is a standardized piece of imprinted metal. Yet money existed long before the invention of coins, and cultures have prospered using things as currency, such as cowries, cattle, skins, salt, grains, beads, cloth and promissory notes. In modern prisons, cigarettes have often served as money. Nowadays people do not have to carry money when they go for shopping, the can use debit or cash cards. These cards are also called plastic money.

6. What is the passage about?
A. The history of money in human society
B. How money changes society
C. How coins came into existence
D. The importance of plastic money

7. What was the most well-known form of money in the past?
A. Cowries B. Computer bits
C. Coins D. Stone

8. How does the passage define money?
A. Anything that is used to represent the value of something and used for the purpose of exchange of goods and services.
B. Cowries and coins are used for the purpose of exchange of foods and services.
C. Something that is only used to store wealth.
D. A standardized piece of imprinted metal.

9. According to the passage........
A. debit or cash cards were early forms of money.
B. debit and cash cards have always been there.
C. debit and cash cards are newer forms of money.
D. debit and cash cards are money only in our imagination.

10. The passage suggests that.......
A. coins existed long before the invention of money.
B. cowries were never counted as money.
C. in ancient times, cigarettes were used as money.
D. coins followed the invention of money.

11. Choose the correct sentence.
A. The railway will compensate us with the loss.
B. The railway will compensate us for the loss.
C. The railway will compensate us the loss.
D. The railway will compensate us loser.

12. The correct synonym of ‘mediocre’ is-
A. average B. industrious
C. ordinary D. better

13. What is the meaning of the proverb ‘Do not put the cart before the horse’?
A. Put the horse behind the cart.
B. Do not follow any order when you do things.
C. A cart cannot move without a horse.
D. Do things in proper order.

14. The correct antonym of ‘spurious’ is-
A. cautious B. fantastic
C. modest D. genuine

Provide the appropriate preposition (questions 15-16).
15. Tina is renowned --- her oratory.
A. with B. of C. in D. for

16. He was not conversant ----- the plan.
A. of B. to C. with D. in

Answer : 1.A 2.A 3.B 4.D 5.B 6.A 7.A 8.A 9.C 10.D 11.B 12.A 13.D 14.D 15.D 16.C

সাধারণ জ্ঞান

1. মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিম্নের কোন দেশটি সহায়তা করছে? [Which of the following countries is assisting the Matarbari coal-fired power plant project?] 
A. জাপান [Japan] 
B. সিঙ্গাপুর [Singapore] 
C. জার্মানি [Germany] 
D. দক্ষিণ কোরিয়া [South Korea] 

2. আল্পস পবর্তমালা কোন মহাদেশে অবস্থিত? [Which continent are the Alps Mountains located in?] 
A. আফ্রিকা [Africa] B. এশিয়া [Asia] 
C. ইউরোপ [Europe] D. দক্ষিণ আমেরিকা [South America] 

3. বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? [What is the main demand of the Rohingyas with regard to their return from Bangladesh to Myanmar?] 
A. নাগরিকত্ব [Citizenship] 
B. জানমালের নিরাপত্তা [Safety of lives and properties] 
C. গণহত্যার বিচার [Trial for genocide] 
D. ঘড়বাড়ি পুনর্নির্মাণ [Reconstruction of homes] 

4. নিচের ক্ষেত্রগুলোর মধ্যে কোনটির বিরুদ্ধে কাজ করার জন্য ডেনিস ম্যুকউইগি এবং নাদিয়া মুরাদকে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল? [The 2018 Nobel Peace Prize was awarded to Denis Mukwege and Nadia Murad for their efforts to work against- 
A. দাস প্রথা [Slavery]
B. শিশু নির্যাতন [Child abuse] 
C. মানব পাচার [Human trafficking] 
D. যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংসতা [Sexual violence as a weapon of war] 

5. নিচের কোনটি বাংলাদেশের 'জাতীয় জরুরি সেবা' প্রদান করে থাকে? [Which of the following offers 'National Emergency Service' in Bangladesh?] 
A. ৯১১ [911] C. ৯৯৯ [999] 
B. ২২২ [222] D. ১১১ [111] 

6. 'ইন্তিফাদা' কী? [What is 'Intifada'?] 
A. আরব গণজাগরণ [Arab mass uprising] 
B. ইসরায়েলী দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ (Mass uprising of the Palestininas against Israeli occupation] 
C. সিরিয়ায় আসাদ-বিরোধী যুদ্ধ (Anti-Assad War in Syria] 
D. আফগানিস্তানে মার্কিন-বিরোধী যুদ্ধ [Anti-US War in Afghanistan]

7. বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? [A submarine base in Bangladesh is going to be built in-]
A. পটুয়াখালী [Patuakhali] 
B. বরিশাল [Barishal] 
C. নোয়াখালী [Noakhali] 
D. কক্সবাজার [Cox's Bazar] 

8. বাংলাদেশের একমাত্র 'পাহাড়'-বিশিষ্ট দ্বীপ- (The only hilly island of Bangladesh is-)
A. পাহাড়পুর (Paharpur) C. নিঝুমদ্বীপ (Nijhum Dwip) 
B. কুতুবদিয়া (Kutubdia) D. মহেশখালি (Moheshkhali) 

9. ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কোন রাজনৈতিক দলের সদস্য? (Which political party does the British Prime Minister Boris Johnson belong to?)
A. গ্রীন পার্টি (Green Party)
B. ডেমোক্রেটিক লেবার পার্টি (Democratic Labor Party)
C. ইংলিশ ন্যাশনাল পার্টি (English National Party) 
D. কনজারভেটিভ পার্টি (Conservative Party)

10. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ধীরে বহে মেঘনা-এর পরিচালক কে ছিলেন? (Who was the direcor of Dhire Bohe Meghna, a film on the Liberation War of Bangladesh?) 
A. আলমগীর কবির (Alamgir Kabir) 
B. খান আতাউর রহমান (Khan Ataur Rahman) 
C. হুমায়ূন আহমেদ (Humayun Ahmed) 
D. সুভাষ দত্ত (Subhash Dutta) 

11. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? (Who was the Viceroy during the Partition of Bengal in 19052) 
A. লর্ড ক্লাইভ (Lord Clive) B. লর্ড কর্ণওয়ালিশ (Lord Cornwallis) 
C. লর্ড কার্জন (Lord Curzon)  
D. লর্ড মাউন্টব্যাটেন (Lord Mountbatten) 

12. ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের জাতীয় বাজেটের আকার হল-(The size of the national budget of Bangladesh government for the Fiscal Year 2019-20 is-) 
A. ৫,২৩,১৯০ কোটি টাকা (TK 5,23,190 crore) 
B. ৪,২৩,১৯০ কোটি টাকা (TK 4,23,190 crore) 
C. ৩,৭৭,৮১০ কোটি টাকা (TK 3,77,810 crore) 
D. ৩,২৫,৬৬০ কোটি টাকা (TK 3,25,660 crore) 

13. ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডি.লিট ডিগ্রী প্রদান করে- (The University of Dhaka conferred poet Kazi Nazrul Islam D.itt degree in-) 
A. ১৯৭২ সালে (1972) 
B. ১৯৭৩ সালে (1973) 
C. ১৯৭৪ সালে (1974) 
D. ১৯৭৮ সালে (1978) 

14. 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' কবে উৎক্ষেপণ করা হয়? (When was the 'Bangabandhu Satellite-1' launched?) 
A. ২৩ জুন ২০১৭ (23 June 2017) 
B. ১৭ মে ২০১৮ (17 May 2018) 
C. ১১ মে ২০১৮ (11 May 2018) 
D. ১৭ মার্চ ২০১৯ (17 March 2019) 

15. ঢাকা কেন মেগাসিটি? (Why is Dhaka a megacity?) 
A. অত্যধিক জনসংখ্যার জন্য (For over-population) 
B. অত্যধিক যানবাহন চলাচলের জন্য (For excessive transports) 
C. পরিবেশগত দূষণের জন্য (For environmental pollution) 
D. অত্যধিক দালান-কোঠার জন্য (For too many buildings and other installations) 

16. বাংলাদেশের প্রথম নারী মেয়র কে? (Who is the first woman mayor in Bangladesh?) 
A. সেলিনা হায়াত আইভি (Selina Hayat Ivy)
B. মেহের আফরোজ চুমকি (Meher Afroz Chumki) 
C. পান্না কায়সার (Panna Kaisar) 
D. কবরী সারোয়ার (Kabori Sarwar) 

17. ইউ.এন.সি.এইচ.ই. কি? (What is UNCHE?) 
A. ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউম্যান এনভায়রনমেন্ট (United Nations Conference on the Human Environment) 
B. ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউম্যান ইকোলজি (United Nations Conference on the Human Ecology) 
C. ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হ্যাবিটেট এনভায়রনমেন্ট (United Nations Conference on the Habitat Environment) 
D. ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হ্যাবিটেট ইকোলজি (United Nations Conference on the Habitat Ecology) 

18. জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে? (Which of the following United Nations organs' operation has been made non-functional?) 
A. সাধারণ পরিষদ (General Assembly)
B. আন্তর্জাতিক বিচারালয় (International Court of Justice) 
C. নিরাপত্তা পরিষদ (Security Council) 
D. অছি পরিষদ (Trusteeship Council) 

19. কোন বিষয়কে ঘিরে '# মি টু আন্দোলন'-টি সূচিত হয়? (Which has been the issue behind the '#Me Too Movement'?) 
A. শিশু নির্যাতন (Child abuse) B. পরিবেশ দূষণ (Environmental pollution) 
C. প্রাণি নির্যাতন (Animal abuse) D. যৌন হয়রানি (Sexual harassment) 

20. কোনটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত? (Which of the following is related to the elimination of discrimination against women?) 
A. ইউএনএফপিএ (UNFPA) 
B. ডব্লিউএইচও (WHO) 
C. ইউএন উইমেন (UN Women) 
D. সিডো (CEDAW) 

21. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কি? (Who is the Chairman of the Chittagong Hill Tracts Regional Councial?) 
A. বীর বাহাদুর (Bir Bahadur) 
B. এম.এন. লারমা (M.N. Larma) 
C. দেবাশীষ রায় (Debashish Roy) 
D. জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (Jyotirindra Bodhipriya Larma) 

22. হাইকমিশনার ও অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য কি? (What is the difference between high commissioner and ambassador?) 
A. প্রথমজন কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি (The former represents Commonwealth states and the latter non-Commonwealth states) 
B. প্রথমজন ইউরোপীয় রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন এশিয় ও আফ্রিকার প্রতিনিধি (The former represents European states and the latter Asian and African states) 
C. প্রথমজন কূটনীতিক ও অপরজন রাষ্ট্রের প্রতিনিধি (The former is a diplomat and the latter a representative of a state) 
D. কোনো পার্থক্য নেই (There is no difference) 

23. কোন ইস্যুতে হংকং-এ সাম্প্রতিক গণবিক্ষোভের সূত্রপাত হয়? (What is the issue that has led to the recent mass protest in Hong Kong?) 
A. প্রত্যর্পণ বিল (Extradition Bill) 
B. চীন থেকে স্বাধীনতা (Independence from China) 
C. গণতন্ত্র (Democracy) 
D. জলবায়ু পরিবর্তন (Climate change) 

24. সম্প্রতি অনুষ্ঠিত কোন প্রতিযোগিতায় বাংলাদেশের রোমান সানা স্বর্ণপদক জিতেছেন? (In which competition has Ruman Shana of Bangladesh won the gold medal?) 
A. আর্চারি ওয়ার্ল্ড কাপ (Archery World Cup) 
B. আর্চারি অলিম্পিক (Archery Olympic) 
C. এশিয়া কাপ আর্চারি (Asia Cup Archery) 
D. বিশ্ব অলিম্পিক (The World Oyympic) 

25. নিচের কোনটি spreadsheet-এর একটি ফাংশন? (Which of the following is a function of spreadsheet?)
A. ওয়েবসাইটে প্রবেশ (Browsing a website) 
B. আয় এবং ব্যয় বিশ্লেষণ (Analyzing income and expenditure) 
C. ভিডিও চিত্র দেখা (Watching a video) 
D. ই-মেইল একাউন্ট খোলা (Opening an e-mail account)

26. কোনো ছাত্রাবাসে ৬৫% ছাত্র মাছ পছন্দ করে, ৫৫% ছাত্র সবজি পছন্দ করে এবং ৪০% ছাত্র উভয়টি পছন্দ করে। কত শতাংশ ছাত্র কোনোটিই পছন্দ করে না? (In a hostel, 65% students like fish, 55% vegetables, and 40% both fish and vegetables. What percentage of the students like none?) 
A. ৩৫% (35%) C. ৬০% (60%) Β. ৪৫% (45%) D. ২০% (20%) 

27. সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি? (Which one is the correct spelling recently adopted by the government?) 
A. Chattogram B. Cittagong
C. Chotogramm D. Chitagong 

28. নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? (Which of the following countries does not belong to the Amazon forest?) 
A. ব্রাজিল (Brazil) B. পেরু (Peru) 
C. আর্জেন্টিনা (Argentina) D. বলিভিয়া (Bolivia) 

Answer: 1.A 2.C 3.A 4.D 5.C 6.B 7.D 8.D 9.D 10.A 11.C 12.A 13.C 14.C 15.A 16.A 17.A 18.D 19.D 20.D 21.D 22.A 23.A 24.C 25.B 26.D 27.A 28.C


সর্বশেষ সংবাদ